এইখানেতে বিশ্রাম নেই, এইখানেতে কাত।
তোমার আছে বাড়ী-গাড়ী, নিশ্চিত খাবার,
শান-শওকত কমতি নাহি, সাহস দুর্বার।
ছেলে-মেয়ে সবই আছে, কাড়ি কাড়ি ধন,
ভাই-বেরাদর; তা'ও আছে, আছে আপনজন।
কিন্তু তোমার মন আছে কি! মনের একটা চোখ!
কাছে এসে দেখবে হেথা আমার এ দুর্ভোগ?
একা মানুষ, একা থাকি, একাই কাটে দিন,
আশায় থাকি কে বলিবে - "একটু খাবার নিন!"
বাড়ী-গাড়ী চাইনা আমার, চাই না ধন-রতন!
দু'টি বেলা অন্নপেলে, তাতেই ভরে মন।
তাও যখন পাইনা আমি, অবাক হয়ে ভাবি,
সব কি সৃষ্টি এক স্রষ্টার! মানুষ আমরা সবি!!
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০০৬ রাত ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



