মাঝে মাঝে নিজেকে অন্য রকম লাগে
মানুষ বলে আর মনে হয় না,
আয়নার সামনে দাড়িয়ে চমকে উঠি
সেই একই রকম হাত পা মুখ,
এই সব নিয়েই তাহলে আমি মানুষ
ঠিক ওদের মত , হ্যা একদম ওদের মত
তবুও আমি বেচে আছি আর ওরা ওহহহ..
ফিলিস্তিনে মরছে ওরা প্রতি দিন অথবা
লড়ছে মৃত্যুর সাথে প্রতি দিন
ওরাও তো মানুষ,আর আমরা কি নই
সেই হায়নাদের দলে তাহলে..
মানুষ, তবু নেই প্রতিবাদের ভাষা,
নেই প্রতিরোধের অস্ত্র,শুধু আছে মৃত্যু
যা ওদেরও আছে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





