বাঙ্গালী বারবার রক্ত দিয়েছে
৫২ ,৭১ আরও কত বার
রক্তের বন্যায় ভেসে গেছে দেশ
তাই রক্তের দাম কমে গেছে খুব
রক্তের তাই আজ এত ছড়াছড়ি
খুব সহজেই ঝড়ছে রক্ত আজ
কত সহজেই মানুষ হচ্ছে লাশ
আরও কত সহজেই মানুষ হচ্ছে পশু
রক্ত আজ খুব সস্তা হয়ে গেছে
তাই তো পশুদের এত আনাগোনা
কোন কসাই খানায় নেই তো আমরা?
না,আছি নিজেদেরই দেশে
যে দেশের মানুষ আজ শুধু
রক্ত দিতে জানে না জানে নিতেও।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০০৯ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





