আবসর ভেঙ্গে ফিরে আসা
আবার একই রকম শুরু
সেই একই রকম পথ চলা
এক ঘেয়ে জীবন এক ঘেয়ে ধারা
বার বার চলে গিয়ে বার বার ফেরা
এক ইঞ্চি জীবন তার কয়েক ইঞ্চি স্বপ্ন
সময়ে সময়ে সবই তো হয়ে যায় দূঃসপ্ন
তবুও কত স্বপ্ন, কত অতৃপ্তি ,কত হত্শা
আবার সেই একই পথে চলা, একই তার ধারা
বরাবর সব পেছনে ফেলে সেই শুন্যতায় ফেরা।
অতঃপর ...................জীবনের সেই পৌনপনিক তত্ত্ব!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





