ছোটো বেলায় মা বলতেন,
"বাবা তুই তো শুকিয়ে যাচ্ছিস"
আমিও চটপটে উত্তর দিতাম
"বৃষ্টি এলে ভিজে নেব তাহলে"
শুনছি এখন পৃথিবী নাকি শুকিয়ে যাচ্ছে,
সেই ছোট বেলার মত যদি বলে উঠি,
বৃষ্টি হলেই তো ভিজে যাবে পৃথিবী
তবে শুকিয়ে যাচ্ছে কেন?
সেই ছোটো বেলার উত্তর পেলাম এখন
আসলে আমার মত
পৃথিবীর স্বাস্থ্যও খারাপ হয়ে গেছে
এই স্বাস্থ্য কি ভালো হবে না?
হবে, আসলে আমাদের আত্মা শুকিয়ে গেছে,
যেদিন আত্মা ভিজে যাবে বিশুদ্ধ জলে
সেদিন সবার স্বাস্থ্যই ভালো হয়ে যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





