তাই আমিও যোগ দিলাম।
1# সুন্দর মেয়ে দেখা আমার ছোট বেলা থেকে অভ্যাস। স্কুলের সময় মন খারাপ হলে বিকাল বেলায় বেইলি রোডে চলে যেতাম আর সুন্দ র মেয়ে দেখলে মন ভাল হয়ে যেত, 1/2 ঘন্টায় সব পড়া মুখসহ হয়ে যেত
2# বরাবরিই হেয়ালী। বৃওি পরিক্ষায় 1 1/2- 2 ঘন্টায় পরীক্ষা শেষ হওয়ায় পকেটের সূতো আর টুটপিক দিয়ে সেলাই করে বের হয়ে গিয়ে িছলাম।
3# ঘুরতে পছন্দ করি ভীষন। টিউশনীর টাকা জমিয়ে েবড়িয়ে পড়তাম প্রতি বছর। এখনো চেষ্টা করি ঘোরবার কিন্তু চাকরী......
4# বন্ধুদের কে জীবনের হৃদয় মনে করি। এখন তাদের সংখ্যা কমে যাচ্ছে দিনে দিনে। তাতে কষ্ট পাচ্ছি কিন্তু রবী ঠাকুরের কথা মনে করলে কষ্টটা কমে যায়, কারন ভাল বন্ধুদের সংখ্যা নাকি কম থাকে
5# বরতমানে আগত জীবনের সংগী কেমন হবে এই কথাটা ভাবলেই চুল গুলো দাড়িয়ে যায় (আ্যবসট্রাক্ট)
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০০৬ রাত ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



