ডমিনেট না করতে পারলেও সবাই কিন্তু আলাদা নজর দিতাছে আমাগো দেশতারে।
আর এখন সবপ্নদেখতে চাই কাপটা এইবার আমাদের দেশে আসুক, জানি একটু বেশীই চাইতাছি। কিন্তু কথা আছেনা কামান চাইলে বন্দুক পাব, তাই ভাবছি কাপ চাইলে ফাইনাল তো খেলব। তা না হলে সেমি ফাইনাল আর তা না হলে 2য় পর্ব........ ভাইরে এর পরে আর নামতে পারুমনা সে যে যাই কউক না ক্যা
আর এই বার কাপ না জিততে পারলে অবশ্যই 10 বছর পরে তো পারব....... ইনশাল্লাহ...........
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



