- সমুদ্র গুপ্ত
আকাশ তখনো নামেনি নিচে অতোখানি
যতখানি তোমার মুখ নেমেছিল নিচেয়
উওর বসন্তের ঝরা বাঁশপাতা কঠিন সুন্দর-
এক ধরনের সুরভি ছুঁয়ে থাকে পাতার উপরে
পাতাদের ঝরা কবে নেমেছিল পাতা জানে
জানে হাওয়া কিন্তু কিছুই রাখেনি মনে
বিস্মিত মাটির ওপরে ঝড়ে পড়া পাতা
এতদিন বহুদূর ভিতরে চলে গেছে
ফেরে নাই নামতে নামতে নামে নাই
তোমার মুখ আর মাটির ওপর-
একা একা ছায়া তার-
আমার খুব ভিতরের দিকে বহুদূর চলে গেছে
ঝরার বেদনা আর বোঁটাদের দাগ জেগে আছে
তোমার ওষ্ঠ পিপাসায়
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১০ রাত ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




