শরতে আকাশে মেঘের যে আনাগোনা তাতে কত সব চমৎকার দৃশ্য যে চোখে পড়ে, সত্যিই মুগ্ধ হওয়ার মত। মেঘ সহযোগে যে কোন দৃশ্যেই যেন সুন্দর লাগে। মেঘ সম্বলিত আমার তোলা অনেক ছবি আছে, তার মধ্য থেকে কিছু শেয়ার করলাম। এর দু'একটা ছবি আমার আগের কোন পোষ্টে থাকতে পারে।
(মেঘেদের মিছিল)
(ছোট বেলায় মেঘ দেখে মনে মনে ঘোড়া, হাতি আরও কত কিছুর ছবি আঁকতাম)
(নির্জন দুপুর)
(পালে লেগেছে হাওয়া)
(হাওরের মাঝে একটি স্কুল, নৌকাই একমাত্র যোগাযোগ মাধ্যম)
(ধবল মেঘমালার নিচে সুরমা)
(দুরে খাসিয়া পাহাড়ে মেঘ জমেছে)
(হাসন রাজা মিউজিয়াম, সুনামগঞ্জ)
সকলকে ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




