পশ্চিমাদের নৈতিকতা ও মূল্যবোধ পুরোপুরি নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
ইসলাম ও মহানবীকে (স.) নিয়ে অবমাননাকর চলচ্চিত্র তৈরি প্রসঙ্গে হিলারি ক্লিনটন বলেছেন, এর প্রচার ও প্রকাশ বন্ধ করা হলে মতপ্রকাশের অধিকার ক্ষুণœ হবে। মহানবীকে (স.) অবমাননা করায় সারাবিশ্বের মুসলমানরা যখন তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এবং বিভিন্ন জায়গায় সংঘাত-সংঘর্ষে বহু মানুষ হতাহত হচ্ছে তখন চলচ্চিত্রটির প্রচার বন্ধ না করে বরং সংঘাতকে আরও উস্কে দিলেন হিলারি। মাহাথির মোহাম্মদ তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘মানবাধিকার ও মতপ্রকাশের অধিকারের দোহাই দিয়ে হিলারি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী এ চলচ্চিত্রের পক্ষে কথা বলেছেন। আমি মনে করি, পশ্চিমাদের মূল্যবোধ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মানবাধিকার ও মতপ্রকাশের কথা বলে তারা একে অপরকে অপমান করতেও আর দ্বিধা করছেন না।’ মাহাথির মোহাম্মদ আরও বলেন, ‘মানুষ যদি একে অপরকে অবজ্ঞা ও অপমান করতে থাকে তাহলে কি ধরনের সংস্কৃতি গড়ে উঠবে? রাষ্ট্র, সমাজ, ব্যক্তি কোথাও কোন শান্তি থাকবে না।’
তিনি উল্লেখ করেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকবে। কিন্তু অপমান করার অধিকার কারও নেই।’মাহাথির মোহাম্মদ জোর দিয়ে বলেন, অন্য জাতির ধর্ম ও মূল্যবোধকে আঘাত করা হলে বিশ্ব থেকে শান্তি বিলুপ্ত হয়ে যাবে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের মাঝেও ঘৃণা ও সংঘাত বেড়ে যাবে। সূত্র: ওয়েবসাইট।
কেটের টপলেস ছবি এবার ছাপা হচ্ছে ডেনমার্কে
ফরাসী আদালত কেটের ছবি প্রকাশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও তা মানতে বয়েই গেছে অন্য দেশের পত্রিকাগুলোর। তাইতো ফ্রান্সের সাময়িকী ক্লোসার এবং ইতালির ট্যাবলয়েড শির ধারাবাহিকতা অনুসরণ করে ব্রিটিশ রাজবধূর নগ্ন উর্ধাঙ্গের ছবি ছাপার ঘোষণা দিল ডেনমার্কের সাপ্তাহিক সে ওগ হোয়ের।
মঙ্গলবার পত্রিকাটি ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের অর্ধনগ্ন ছবি প্রকাশের ঘোষণা দিয়ে বলেছে আগামী বৃহস্পতিবারের সংখ্যাতেই ১৬ পাতার বৃহৎ কলেবরে সূর্যস্নানরত ব্রিটিশ রাজবধূর অনাবৃত উর্ধাঙ্গের ছবি প্রকাশ করবে তারা।
পত্রিকার প্রধান সম্পাদক কিম হেনিংসেনের দাবি ডেনমার্কবাসীকে ছবিগুলো সম্পর্কে অবগত করতেই এগুলো ছাপতে যাচ্ছেন তারা। ছবিগুলো অবশ্য ইতোমধ্যেই ফ্রান্স, ইতালি ও আয়ারল্যান্ডে প্রকাশিত হয়েছে।
তবে ব্রিটিশ রাজপরিবারের আবেদনের ভিত্তিতে ফ্রান্সের একটি আদালত ভবিষ্যতে ছবিগুলো প্রকাশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন গত মঙ্গলবার। এর ফলে ছবিগুলো ফ্রান্সে আবারও ছাপা হলে জরিমানার সম্মুখীন হতে হবে সংশ্লিষ্টদের। সূত্র : ওয়েবসাইট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




