আজকের এ স্নিগ্ধ রাতে
চারদিকে পবিত্র ব্যবস্ততার মাঝেও
কোথায় জানি একটুখানি ব্যথা
গুড়ি গুড়ি বৃষ্টি হতে
ক্রমে মোশলধারার মতো
ছড়িয়ে পরছে সমগ্র সত্বায়।
এ বৃষ্টি আমার অনিয়ন্ত্রণে
একে থামানো আমার সাধ্যের বাইরে
নয়তো থামিয়ে দিতাম আকাশে
ক্রমপোঞ্জিত হবার আগেই।
সেই মধুর সিদ্ধান্ত আজ মনে হচ্ছে
জীবনের চরম এক ভুল।
মানুষ ভবিষ্যত জানে না বলেই ভূল করে
নয়ত তিন বছর আগের এই পবিত্র রাতে
তোমাকে ভালবাসার মতো
মহা ভুল সিদ্ধান্ত আমি নিতাম না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




