গতকাল পর্যন্ত চুপচাপ ছিলেন শিল্পা। কিন্তু আজ তিনি বলেছেন, টিভি শোটিতে তিনি বর্ণবাদী মানসিকতার শিকার হয়েছেন। সহ আর্টিস্টরা তার সঙ্গে অনাকাঙিক্ষত ব্যবহার করেছেন। তারা তাকে বলেছেন, তার বস্তিতে ফিরে যাওয়া উচিত। সে সাদা হতে চায়এরকম সব অবমাননামূলক কথা। এই সহশিল্পীরা শোটিতে ছিলেন শিল্পার হাউসমেট। কয়েকজন শিল্পীকে একটি বাড়িতে রেখে তাদের কর্মকাণ্ড দেখানো হয় এই শোতে। শিল্পার প্রতি অন্য শিল্পীদের এই আক্রমণে তিনি মলিত হয়েছেন। সদাহাস্যজ্জ্বল শিল্পা স্বাভাবিক থাকতে গিয়েও পারেন নি। এই বর্ণবাদী শোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চলেছে। প্রতিবাদ যখন তুঙ্গে তখন চ্যানেল ফোর আরেকটা মশকরা করলো। তারা বললো, এটা আসলে বর্ণবাদ নয়। এটা হলো সংস্কৃতি বা শ্রেণীর সংঘর্ষ। ক্লাশ অব কালচার। ফালতু একটা শব্দ ভালই রপ্ত করেছে তারা। কিছু হলেই ক্লাশ অব কালচার, ক্লাশ অব সিভিলাইজেশন!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০