
এই দেখুন উন্নয়নের নমুনা
ঢাকা নাকি যমুনা !
গুলিস্তান গাবতলী টু ধানমন্ডি
স্টিমার লঞ্চ নৌকা চলছে ঢাকার রাজপথে অনবধি!
ঢাকার রাজপথ এখন পানি পথ
করবেন না অবশ্যই কেউ ভিন্ন মত
উন্নয়নের জোয়ার রে ভাই
ঢাকায় এখন পানি তাই!
স্কুল কলেজ অফিস জাবেন ?
গাড়ি ছেড়ে নৌকায় উঠেন
কাদামাটি ও পচা পানিরে করবেন ভয়!
গন্তব্যে যাওয়া আর হবার নয়।!
উন্নয়নের জোয়ার রে ভাই
পচা গন্ধযুক্ত পানিরে ঘ্রিনা করতে নাই!
এবার দেখবেন নানান রোগের প্রাদুর্ভাব
রোগী দেখতে গিয়া বয়ান দিবে আম্বিয়ার বাপ! !
নগর পিতা আনিস ভাই
আপনি কোথায় জবাব চাই?
নগর পিতা খোকন ভাই
দুর্সময়ে কেন আপনাকে কাছে না পাই?
আনিস খোকন ভাই ভাই
নগর বাসীর দুর্ভোগ কাড়ে দেখাই!
নাইবা করতে পারেন পানি নিস্কাসন!
তাহলে ছেড়ে দেন নগরের শাসন।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



