সাত সকালে ঠক্ ঠক্ ঠক্ ঠক্ শব্দ।
যুবকের চিৎকার: কে কড়া নাড়ে?
`আমি! আমি! বদ্ধ ঘরে যে ভীষণ জব্দ
আর বাইরে যে প্রাণ খুলে দিতে পারে!
: হেঁয়ালি রাখো। কে? কে কড়া নাড়ো?
: আমি তো তুমিই! যদি বুঝতে পারো!
ধক ধক ধক ধক বুক। দাউ দাউ আগুন।
বোকা ছেলে, আমি আমি; তোমার ফাগুন!
ঠক্ ঠক্ ঠক্ ঠক্। কী আশ্চর্য! কে? কে কড়া নাড়ে?
আমি আমি--বসন্ত, তোমার প্রেম, চিনলে না আমারে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




