আবারও গার্মেন্ট কারখানায় আগুন
উত্তরার দক্ষিণখানের মোল্লার টেকে উদয়ন স্কুলের পাশে আফনান প্লাজায় সোমবার সকাল সাড়ে নয়টায় সোয়ান গার্মেন্টস, ম্যাককয়া সোয়েটার ও সার ডেনিম লিমিটেডের ১০ তলা ভবনে আগুন লেগেছে। প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়নন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও ওই গার্মেন্টেসের কর্মীদের তথ্য মতে, গোডাউন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। ক্ষয়ক্ষতির পরিমান কমাতে গোডাউনের ভেতর থেকে ভেজা পন্যগুলো নামিয়ে নিচ্ছেন সাধারন জনতা ও উদ্ধার কর্মীরা। তবে কোনো গুরুতর হতাহতের ঘটনা না ঘটলেও ধোঁয়াচ্ছন্ন হয়ে ৫ থেকে ৭ জন আহত হয়ে থাকতে পারে বলে ওই গার্মেন্টস কর্মীরা জানান। ফায়ার সার্ভিসের ক্রেন দিয়ে বিভিন্ন তলায় পানি দেয়া হচ্ছে। পাশের ভবনের ছাদ থেকে একটি ক্রেন আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। স্থানীয় সংসদ সদস্য ও ডাক ও টেলি যোগযোগ মন্ত্রী সাহারা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করছেন ও আগুন নিয়ন্ত্রণ তদারকি করছেন।
নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় ১৫ টি ইউনিট কাজ করেছে। এর মধ্যে ৩টি ক্রেন ইউনিট কাজ করছে। এছাড়া সাধারণ মানুষ ও এ উদ্ধার তৎপরতায় কাজ করছে। কিছু শ্রমিক ভেতরে আটকা পড়েছে। চার তলায় ৩ থেকে ৪ জন হাত নাড়িয়ে উদ্ধারের জন্য সংকেত দিচ্ছিলো বলে জানা যায়। ৪ তলা থেকে আটকা পড়া দুজনের একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ গার্মেন্টস থেকে উদ্ধার হওয়া এক গার্মেন্ট কর্মী রুবেল বলেন, ঘটনা ঘটার পর ছাদে ওঠে দেখে সেখানকার ছাদ বন্ধ রয়েছে। দুই তলায় গার্মেন্টের গোডাউনের আগুন নেভানো হচ্ছে। এদিকে উদয়ন স্কুলের শিক্ষার্থীরা নিরাপদে রয়েছে। ওই দোতলায় ও নীচতলায় গোডাউন ছিলো বলে জানায়। আশুলিয়ার নিশ্চিন্তপুরে ভয়াবহ অগ্নিকান্ডের এক দিন পর ঢাকার দক্ষিণ খানে এ আগুনের ঘটনা ঘটলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




