ভালোবাসার মানুষ থাকুক আর না থাকুক
আজ ভালোবাসার জন্য ভালোবাসা হোক!
ভালোবাসা দেখে দেখে যদি ক্লান্ত হয় চোখ,
যদি গ্যাস্ট্রিকের মতো জ্বলে অথবা চিন চিন করে বুক--
জেনো আর কিছু নয়-- এ ভালোবাসারই অসুখ!
ঘাবড়াবার কিছু নেই, নিজেকে দাবড়াবারও নেই কিছু
একজনকে নয়, ভালোবাসতে হলে বেসো নিপীড়িত মূক
মানুষকে, সম্ভব হলে নিও বিশ্ববাসীর পিছু!
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




