--মনোশ্বাসকষ্ট! মানসিক হাঁপানি হয়ে গেছে আমার--
হাঁপাচ্ছি মনে মনে। দমবন্ধ হয়-হয় হয়-না। তোমার?
কী যে কষ্ট! কী যে কষ্ট! কী যে কষ্ট! কী যে কষ্ট!
অথচ পুরোপুরি কিছুই হচ্ছে না এখনো কখনো স্পষ্ট!
কাকে বলি? যাকে বলি, সেও বলে, তাঁরও একই দশা;
মনে হয় মনোশরীরজুড়ে বসে আছে লাখো-কোটি মশা
উড়ছে-ঘুরছে কানের কাছে, দূরে; রক্ত টেনে নিচ্ছে খুব
চুলকাচ্ছে...জ্বলছে...পুড়ছে...যেনো অশান্তি এসিডে ডুব!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




