সর্বশেষ ২৯ অক্টোবর রাতে মহিচাইল বারিপাড়ার ‘করেগো বাড়িতে’ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নিখিল চন্দ্র কর (৫৮), তার মা বিল্বভাষী কর (৭০), স্ত্রী রেখারাণী কর (৪৮), ছোট ছেলে প্রবীর চন্দ্র কর (২৪), ভাতিজা সঞ্জয় চন্দ্র কর (৩৮), সঞ্জয়ের স্ত্রী শিখারাণী কর (৩২) মারাত্মক আহত হন । এরমধ্যে সঞ্জয় চন্দ্র কর ও তাঁর স্ত্রী শিখারাণী করের অবস্থা আশঙ্কা জনক। তারা কুমিলস্না মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়েছে। ডাকাতেরা নগদ ১ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২ লড়্গাধিক টাকার জিনিসপত্র লুটে নিয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
ডাকাতির ঘটনায় মামলা হয় না
সপ্তাহব্যাপী এসব ডাকাতির ঘটনায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনোটিরই মামলা হয়নি। এরমধ্যে সর্বশেষ সংঘটিত মহিচাইল বারিপাড়ার করেগোবাড়ির ডাকাতির ঘটনায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা গ্রহণ করে নি বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, থানা মামলা নেয় নি। তবে কুমিল্লা জেলা এএসপি, চান্দিনা ও বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসে তদন্ত করে গেছেন।
ছবি : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওহিদ মিয়া ও তার স্ত্রী সখি বিবি
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১১ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




