বই - সৈয়দ মুজতবা আলীঃ প্রসঙ্গ,অপ্রসঙ্গ
লেখক- গোলাম মোস্তাকিম
প্রকাশক-স্টুডেন্ট ওয়েজ
মূল্য-১৫০
সৈয়দ মুজতবা আলী সে জাতের লেখক, যারা নিজের লেখায় নিজেকে আড়াল দিয়ে রাখেন।তিনি নিজের লেখা বা নিজের সম্পর্কে কোথাও কিছু বলেননি, বলতে পছন্দও করতেন না।আড্ডার মোড়কে নিজেকে পরিবেশন করতেন। ফলে আলী সাহেবের মনীষার বিভিন্ন দিক তার ফুর্তিবাজ মুখোশে ঢাকা পড়ে গেছে। এসব আর কখনোই জানা যাবে না।তার সম্পর্কে হাতেগোনা যেটুকু লেখা আছে,তাতে তার বাইরের খবর যেটুকু মেলে,অন্দরের ততটা নয়।
আমাদের সৌভাগ্য,লেখক গোলাম মোস্তাকিমের সৌজন্যে মুজতবা আলির মনীষার চাক কিছুটা হলেও ধরা গেছে।মুস্তাকিমের তুলে আনা সামান্যটুকুই আমাদের জন্য অসামান্য, অনেক।১৯৭১ সালে লেখক আলী সাহেবের সাথে প্রথম পরিচিত হোন। ছিলেন আমৃত্যু পর্যন্ত।এ সময়ের নানা কথা, সৃতি লেখক নিজ জবানিতে তুলে এনেছেন।এ যেন এক প্রসন্ন হৃদয়ের সীমাহীন ক্যানভাস।জীবন রসে ভরা বর্ণময় সমৃদ্ধ জগত।এক অজানা দৈবী ঘোরে আচ্ছন্ন হওয়া ছাড়া গতি থাকে না পাঠকের -সৈয়দ মুজতবা আলী সাহেব এমনই মোহ জাগানিয়া।
বইটির পরতে পরতে থাকা নানা জহরতের কিছু অংশবিশেষ তুলে ধরা হল -
১) তুমি যে দেশের ভাষা শিখবে সেই দেশের লোকের কাছে শিখতে পারলে সবচেয়ে ভাল হয়।কারণ প্রথম তুমি যে উচ্চারণ শেখো সেটাই তোমার অভ্যাস হয়ে যাবে।
২) আচ্ছা আমি কি সাহিত্যের ব্যাপারে রবীন্দ্রনাথ কে সেন্টার করতে পারি ?
- না।তুমি শেক্সপীয়ার কিংবা গ্যাটেকে সেন্টার করতে পারো।
আমি বললাম , কেন?
মুজতবা আলী বললেন, দেখো, তুমি বাঙ্গালী। রবি ঠাকুর তুমি অবশ্যই পড়বে।কিন্তু তুমি যদি রবি ঠাকুরে নিজেকে সীমাবদ্ধ করে ফেলো তাহলে বিশ্বসাহিত্য বুঝতে তোমার অসুবিধা হতে পারে।
৩) আমি ছাত্রছাত্রীদের বলতাম, তোমার কোন প্রশ্নের উত্তর দিতে না চাইলে প্রথমে তোমার মাতৃভাষায় লিখবে,তারপর সেটা ইংরেজীতে অনুবাদ করবে।এর দুটো সুফল ফলবে।প্রথমত তুমি দুটো ভাষা শিখবে।দ্বিতীয়তঃউত্তরটা তোমার নিজের হবে।
৪) ঘড় ঝাঁট দেয়ার সময় কোনায় ভাল করে ঝাঁট দেবে।কারণ ময়লা সবসময় কোনায় গিয়ে জমে থাকে।( এটা এখন এপ্লাই করি )
৫) একবার বঙ্কিম রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে বললেন, আমি হিন্দু ধর্মের সেবা করতে চাই,আমাকে আশীর্বাদ করুন। উত্তরে পরমহংস বলেন , বঙ্কিম , তোমার নাম ও বঙ্কিম , মন ও বঙ্কিম।তোমাকে দিয়ে কিচ্ছু হবে না।
৬) পাঞ্জাবীরা নিজেদের খাটি মুসলমান বলে দাবী করে।কিন্তু আমার জানামতে ওদের মত অসভ্য ও বর্বর জাত দুনিয়ার তে দুটি নেই।অদের মধ্যে যত লম্পট, মদ্যপ আর হোমোসেক্সুয়াল আছে দুনিয়ার আর কোন জাতে আছে কিনা সন্দেহ। সত্যি কথা বলতে কি, সত্যিকার অর্থে পূর্ব বাংলার মুসলমানদের মধ্যেই আমি ধর্মভীরু,খোদাভীরু মুসলমান দেখেছি। জানো ত দুনিয়ার সব বড় বড় পোর্টে দুনিয়ার নামকরা প্রস্টিটিউশন আছে।আমি যখন ইউরোপ গিয়েছি,তখন পূর্ব বাংলার কোন খালাসীঃসিলেট,চিটাগাং নোয়াখালীর কোন খালাসীকে আমি প্রস্টিটিউশনে যেতে দেখিনি।
৭ ) গ্রামের লোকেরা abstract কিছু বলে না, মানে তারা কোন abstractive বর্ণনা দিতে পারে না। তারা সাধারণত physically বলে থাকে।যেমনঃশিক্ষিত কিংবা শহুরে লোক বলবে,তিনি আমাকে অপছন্দ করেন। কিন্তু গ্রামের অশিক্ষিত লোক বলবে,সে আমাকে দুই চক্ষে দেখতে পারে না।
৮) আরবী ভাষাভাষী দেশে বিশেষ করে মিশরে এক বন্ধু সম্ভব হলে আর এক বন্ধুর মেয়েকে বিয়ে করে। কারণ তাদের বিশ্বাস বন্ধু হয়ে সেতো তার বন্ধুকে আজেবাজে মেয়ের সাথে বিয়ে দিতে পারে না ।
৯) যদি কোনদিন সাহিত্য চর্চা করতে চাও তাহলে দুটো বই খুব ভাল করে পড়বেঃআরব্যপোন্যাস ও জাতক।জাতকের মত ভাল বই খুব কম আছে।বাংলায় সাহিত্য চর্চা করতে চাইলে তোমাকে জাতক অবশ্যই পড়তে হবে।
১০ ) জানো ত শ্রীকৃষ্ণ ছোটবেলায় খুব দধি খেতেন।একবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল কতটুকু দধি দিতে হবে।শ্রী রাধা সামনেই ছিলেন। শ্রীকৃষ্ণ রাধার স্তনের দিকে হাত দিয়ে দেখিয়ে বললেন, 'অতটুকু দিতে হবে'।তা হলেই বোঝো।ঐটুক বয়সের ছেলের যদি ঐ রকম রসবোধ হয় তাহলে বড় হয়ে সেতো প্রেমিক হবেই।
১১)টলস্টয়ের যে কোন উপন্যাস ই তোমাকে কমপক্ষে তিনবার পড়তে হবে।
১২) হিটলারের একটা মজার কথা আছে।তিনি বলতেন, ১০০ টা বই পড়ে নব্বইটা ভুলে যাওয়ার চেয়ে ১০ টা বই পড়ে ৯টা মনে রাখা অনেক ভালো।
১৩)আমাদের রসুলের (দঃ) কাছে এক কবি আসতেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নি। কিন্তু তিনি নবীজীর কাছে আসলেই নবীজী তাকে খুব খাতির করে বসাতেন। অন্যান্য সাহাবীরা বেশ অবাক হয়ে যেতো। সেই কবি চলে যাওয়ার পর সাহাবীরা হযরত মোহাম্মদ (সাঃ) কে জিজ্ঞাসা করতেন, হে নবী, আপনি ঐ বিধর্মীকে এত সম্মান করেন কেন? সেতো আপনার ধর্মে বিশ্বাস স্থাপন করে নি। নবীজী উত্তরে বলতেন, ঐ কবি আল্লায় বিশ্বাস না করলেও আল্লাহ ওকে ঠিকই ভালবাসেন।কারণ আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ কবি হতে পারে না।
পাঠক হিসেবে আমি বলব, যে কোন বইপ্রেমীর বইটা সংগ্রহে রাখা উচিত।নিজেকে সমৃদ্ধ করার মত অনেক উপকরণ রয়েছে বইটিতে।
( পূর্বে বইপোকাদের আড্ডাখানা গ্রুপে প্রকাশিত )
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫