বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী আইনুদ্দিন আল আজাদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রযিউন। অসংখ্য ভক্ত-অনুরাগীকে দু:খের সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমালেন তিনি।
১১ টার দিকে ঈশ্বরদী-লালপুর মহাসড়কে নাটোরের লালপুরে একটি প্রাইভেট কার ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালকসহ তিনি নিহত হন।
আইনুদ্দিন আল আজাদ একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শুক্রবার সকালে প্রাইভেট কারে ঢাকা থেকে ঈশ্বরদী-লালপুর মহাসড়ক হয়ে রাজশাহী যাচ্ছিলেন।
গাড়িটি পালিদেহা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে ঢুকে যায়।
গুরুতর আহতাবস্থায় আইনুদ্দিন আল আজাদকে উদ্ধার করা হয়। তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
তিনি সাংস্কৃতিক সংগঠন 'কলরব'র প্রধান পরিচালক এবং 'সুরকেন্দ্রে'র ব্যবস্থাপনা পরিচালক। দামামা, অবগাহন, যদি, বদলে যাবে এই দিন, অচিন পাখী, কবর পথের যাত্রীসহ তার প্রায় ৫০টি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১০ দুপুর ১২:৫৫