তুমি এলে, আবার চলেও গেলে
কি ফেলে রেখে গেলে, আর কি নিয়ে গেলে
কিভাবে নিজেকে লুকালাম
সেই সব কিছুই তুমি জানলেনা।
তুমি জানলেনা না পাঠানো চিঠির কথা
কত রাত না ঘুমিয়ে কাটালাম
চোখের পানিতে নদী বইয়ে দিলাম
কিছুই তুমি দেখলেনা।
তুমি কখনো দেখতে পেলেনা
আমার বিসন্নতাটুকু, তোমার মুখে তাদের কথা শুনে
আমার থমকে যাওয়া
সবি তোমার চোখ এড়িয়ে গেল?
আমার ভিতরে জলে ওঠা আগুন
সপ্নের ছাই বাতাসে ওড়া
অবেশেষে ক্লান্ত হয়ে এলিয়ে যাওয়া
কিছুই তুমি জানলেনা।
রাতে যখন আকাশ ভরা তারা ওঠে
সবাই যখন ঘুমিয়ে পড়ে
তখন সপ্নের পৃথিবীতে তোমাকে খোজা
সবি তোমার আড়ালে।
তুমি কখনো পড়বেনা
এই ব্লগের কথা,
আমি আর জানবোনা তোমার কথা,
শুধু একটা শুপ্ত বাসনা
তুমি যেখানে থাক ভাল থাকো...
কোন একদিন কোন এক নিশিকন্যা
তোমার জীবন রাঙিয়ে তুলুক
তোমার জীবনে ভালবাসার ঝর তুলে
তোমাকে আগলে রাখুক।
এই কামনায়...তোমার...আমি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



