তার কথা খুব মনে পড়ছিলো। তাই গেলাম সেইখানে, যেখানে আমি মাঝে মাঝেই যাই, তার দেখা পাবার আশায়। কিন্তু দেখা হয়না। কিন্তু আজ হঠাৎ সে আসলো। আমার এত খুশি লাগছিলো। জিগ্গেস করলাম তাকে, সে কেমন আছে। কি করছে। আরো কি নিয়ে কথা হলো, ঠিক মনে নেই। কিন্তু এমন সময় মা ডাকলো। সেও বললো তার যেতে হবে। আমি তাকে অপেক্ষা করতে বললাম। একটা নিল খাম বের করে, তাতে তার এডরেস লিখতে গিয়ে পারলামনা। ভেতরে চিঠি লিখতে গিয়েও হলোনা। শুধু কাটাকাটি হলো। এরকম করতে করতেই সময় শেষ হয়ে এল। সে চলে গেল। সেই খামটা তাকে আর দেয়া হলোনা, আমার হাতেই রয়ে গেল।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০০৮ রাত ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



