এইখানে একটা যে জিনিষ খেয়াল করেছি, সেটা হলো, কেউ হিন্দু শব্দটা বললেও সবাই তাকে মাইনাসের পর মাইনাস দিতে থাকে। কিন্তু মুসলিমদের ধুয়ে কথা বললে, আপনার প্লাস নিশ্চিত। সবাই কতো বাহবা দেয়। সবচেয়ে প্যথেটিক হয়, যখন কিছু দুর্বল মনের মুসলিমরাও বাহবা দেয়। আর গোটা কয়েক সুস্থ মনের মানুষ যখন তার প্রতিবাদ করে, তখন তাদের নিয়ে হাসি তামাশা করা হয়। তাদের মওলানা বলা হয়, জামাতী বলা হয়, ছাগু ডাকা হয়, আরো কতো নোংরা কথা তাদের বলা হয়। needless to say, not all muslims are jamatis. তখন মুসলমানদের ইমান কতো অল্পতে হার্ট হয়, সেটা নিয়ে মানুষ কথা বলতে শুরু করে। একবার ভেবেছেন কি, এইসব করে তারা ভন্ডামির কত চরম প্রমান দিচ্ছেন। এইগুলো করে, তারা যে কতো নিচু মনের মানুষ, শুধু সেটারি প্রমান দেয়। তাদের জীবন এতই করুন,এবং কতো প্যথেটিক, যে তাদের আনন্দ পেতে হয়, মুসলমানদের বিশ্বাস অবমাননা করে। আমি দুঃখিত, কিন্তু আপনারা মানুষ হিসাবে সম্মান পাবার জগ্য নন। হ্যা, জানি, এই পোস্ট টার দিয়ে কোন লাভ হচ্ছেনা। কারন এর আগে অনেকে অনেকরকম কথা হয়েছে। কিন্তু কানারা সব সময় কানাই থেকে যাবে।
আপনারা মনে করেন, মুক্তমনা হওয়া মানে মুসলমানদের নিয়ে হাসি তামাশা করা? তাহলে সত্যিকারের মুক্তমনা কি, সেটা হওয়ার জগ্যতা আপনারা অর্যন করতে পারেননি, সেজন্যই তা মনে করেন। কারো সাথে ডিবেট করা ভাল, কিন্তু ডিবেট করতে গেলে কিছু জিনিষ মাথায় নিয়ে ডিবেট করতে হবে। সেটা হচ্ছে ওপেন মাইন্ড নিয়ে ডিবেট করতে হবে। অন্য যদি ঠিক হয়, তাহলে তাকে সেই ক্রেডিট দিতে হবে। তার প্রতি সম্মান করে কথা বলতে হবে। ডিবেটে গালি দেয়া চলেনা। এমন ভাবে ডিবেট করবেননা, যেন তারা মনে করে, তাদের আক্রমন করা হচ্ছে। বরং এমন ভাবে ডিবেট করা উচিৎ, যাতে তারা যানে, আপনি কারন ছাড়া ডিবেট করছেননা। আপনি বুঝতে চান বলেই ডিবেট করছেন। শুধু তার বিশ্বাসকে আঘাৎ করার জন্য নয়।
আপনারা যদি সত্যিকারের মুক্তমনা হোন, মুসলমান, হিন্দু, আর নাস্তিক যেই হোন, অন্যকে এবং তাদের বিশ্বাসকে রিসপেক্ট করতে শিখুন। ইনটেলিজেন্ট ভাবে কথা বলতে শিখুন। বেসলেস আরগুমেন্ট থেকে দুরে থাকুন। যদি কোনদিন দেখেন, কারো বিশ্বাস নিয়ে আঘাৎ করা হচ্ছে, হিন্দু হোক, আর মুসলিম হোক, তাহলে প্রতিবাদ করতে শিখুন। একচোখা হয়ে থাকবেন না। কারন একচোখা মানুষের একটা কুকুরের চেয়ে বেশি কোন সম্মান নেই। আপনার বিশ্বাস যাই হোক, একজন আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করা আমাদের সবারি করা উচিৎ। আপনারা বলেন আপনারা বাংলাদেশ ভালবাসেন। অথচ আপনারা কি জানেন, এই আপনারাই এই বাংলাদেশকে কেমন ছোট করছেন?
আজ একটা রুচি বিকৃত মানুষের পোস্ট পড়লাম। ভাসমান ভাস্কর ও তার শরীর বিষয়ক কবিতা। পড়তে চাইনি, কিন্তু হঠাৎ করেই চোখে পড়ে গেল। লেখাটার বিষয় বস্তুতো ফালতু, কিন্তু যেভাবে লেখা হয়েছে, সেটাও খুব নিচু মানের। লেখার স্টাইল নাই। দুঃখের বিষয় এই যে, পোস্টটাতে ২৫ টা প্লাস, আর ২০টা মাইনাস। সত্যি হাসি পায়, এই অবস্থা আপনাদের? সত্যি করুন। শুধু ভাসমানের পোস্ট নিয়ে এই পোস্ট না, কিন্তু আমি আগেও অনেকবার অনেক নিচু মানের লেখা দেখেছি এই ব্লগে। আপনাদের কাছে একটাই জিনিষ চাইবো, মুসলমান হোন, আর না হোন, একজন ভালো মনের মানুষ হোন। আপনারা বাংলাদেশের কোন ভাল তো করছেনিনা, বরং আপনাদের অসুস্থতা ছড়াচ্ছেন। মানুষের কিছু মোরাল ভ্যলু থাকা উচিৎ। সেটা ধর্ম থেকেই আসুক, আর নিজে থেকেই আসুক। সত্যিকারের অনেক মুক্তমনা আমি দেখেছি। তাদের বিশ্বাস যাই হোক, মানুষ হিসাবে তারা চমৎকার। একজন কমপ্লিট স্ট্রেন্জারকে হেল্প করবে নিজের অসুবিধা হলেও। অন্যা্য়ের প্রতি প্রতিবাদ করতে তারা এতোটুকু পিছিয়ে নেই। আশা করি, আপনারা সত্যিকারের মুক্তমনা হতে শিখবেন কোন একদিন।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০০৮ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



