ও: আর কারো সাথে কথা হয়েছে?
আমি: শুধু একজনের সাথেই মাঝে মাঝে ফোনে কথা হয়। বাকি দুইজনের খবর জানিনা।
ও: সে কেমন আছে?
আমি: ভালো। ও সেদিন বলছিলো, আমাদের কথা তার প্রায় প্রতিদিন মনে হয়। আচ্ছা, সত্যি করে বলোতো, তোমার আমাদের কথা কি কয়বার মনে হয়?
ও: আমি যখনি নামাজ পড়ি, তোমাদের জন্য দোয়া করি। তুমি কি তোমার উত্তর পেয়েছ?
আমি: হুমম....তাহলে ইমেইল করোনা কেন?
ও: তুমি করোনা বলে করিনা। আমার মনে হয়, তুমি হয়তো আমাকে মিস করোনা।
আমি: আমি তোমাকে অনেক মিস করি। কিন্তু মাঝখানে মনে হচ্ছিলো, তুমি মনে হয় চাওনা আমি তোমাকে ইমেইল করি।
ও; না, অবশ্যই চাই। কিন্তু আমি মনে করেছিলাম, তুমি বোধহয় আমাকে ইগনোর করছো। জান? আমি সেদিন একটা মেয়েকে মিট করেছি। ঠিক তোমার মতো। ওকে আমি বলেছিলাম, যে তোমাকে দেখলে আমার এক বন্ধুর কথা মনে হয়। আমরা খুব কাছের ছিলাম। আমি খুব মিস করি তাকে।
আমি:
ও: আরে না, ও তোমার কথা আরো বেশি করে মনে করিয়ে দেয়। জান, আমি একশবার মেইল বক্স চেক করতাম। কিন্তু হতাশ হতাম।
আমি: আমিও কিন্তু করতাম। আমি আশা করতাম, আমার ইমেইল না পেয়ে, তুমি চিন্তায় পড়ে গিয়ে আমাকে ইমেইল করবে।
ও: হাহাহা....আমি চিন্তা করেছিলাম ঠিকি। আসলে আমরা দুইজনি খুব গাধা।
তারপর আরো অনেক্ষন কথা হলো। সবাইকে নিয়ে। সবাই কোথায় আছে, কি করছে, সেটা দুইজন মিলে চিন্তা করছিলাম। এমন করতে করতে, রাত গভীর হলো। ও বললো, ওর যেতে হবে। কিন্তু আরেকবার আমাদের কথা হবে। পরের সপ্তাহে। দলের বাকি যারা আছে, তাদেরকে ডাকা হবে। জানি একজন আসবেনা। আরেকজনের না আসার সম্ভবনা ৯৫%। তবু তাকে ডাকা হবে। তারা দুইজন না এলেও, আমরা তিন জন আসবো। অনেকদিন পর তিনজন একসাথে কথা বলবো। আমি খুব এক্সাইটেড।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০০৮ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



