আমিও ভাবলাম, সত্যি তো। জীবন তো কোন এক্সিডেন্ট না, যে হেলায় এটা পার করে দেব। আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেটা ভালবেসেই। আল্লাহ নিশ্চয় চাইবেন না, আমরা জীবনে ফেইল করি। তিনি অবশ্যই আমাদের সাক্সেস দেখতে চাইবেন। জীবননে আমরা খুব বড় পরিক্ষা মনে করি। শুধু দুঃখে ভরা। কিন্তু আমরা যদি জীবনকে ওভাবে দেখি, তাহলে জীবনকে আমরা সেইভাবেই পাব। জীবন কোন পরিক্ষা নয়। জীবন একটা এ্যডভেন্চার। জীবন হচ্ছে খোদার দেয়া গিফ্ট আমাদের জন্য। এই জীবন ক্ষনস্থায়ী। দেখতে দেখতে এতগুলো বছর পার করলাম। এইভাবে সারাটা জীবনি তো পার হয়ে যাবে। আমার জীবন কত দিন বাচলাম, সেটা বড় কথা নয়। কিভাবে বাচলাম, সেটাই বড় কথা।
যদি ভাবা হয়, জীবনটা আসলে একটা ইলুসন। খানিকটা ম্যট্রিক্সের মতো। এইখানের সবকিছুই ক্ষনস্থায়ী। তাহলে কেন আমরা দুঃখে মরি। কেন আমরা নিজেকে শত বেড়াজালে আটকে ফেলি? কেন ভয় পাই এ্যডভেন্চার খুজে পেতে? কেন ভয় পাই সুখি হতে? মানুষের জীবনে দুঃখ আসবেই। কিন্তু সেটাতে আটকে না গিয়ে বিগার পিকচার যদি আমরা দেখতে পাই তাহলে সেটা কতো সহজ হয়ে যায়। সেটা হচ্ছে এই সব কিছুই একদিন চলে যাবে। এই আমাদের প্রিয় জন, তারা কেউ সারা জীবন থাকবেনা। আমরাও থাকবোনা। জীবনে অনেকের অনেক রকম ট্র্যজিডি আছে। বুঝতে হবে, সেই দুঃখ গুলো একসময় থাকবেনা। সেই কঠিন সময়ে ধৈর্য ধরে সুখের পথ যারা খুজে নিতে পারে, তারাই প্রকৃত বুদ্ধিমান।
আমি অনেক দুঃখ বিলাসি দেখেছি জীবনে। আমিও হয়তো মাঝে মাঝে তাদের একজন হয়ে যাই। কিন্তু এইভাবে নিজেকে দুঃখ দিয়ে কি লাভ বলুন? যারা জীবনটা যেভাবে দেখে, বা চায়, তারা জীবনকে সেইভাবেই পায়। যারা দুঃখ খুজে, তারা শুধু দুঃখই পাবে। আর যারা সুখ খুজে, তারা সুখ। বলার প্রয়োজন নেই, সবাই সুখি হতে চায়। কিন্তু সুখি হতে সাহস লাগে, আর চেষ্টা করতে হয়। সুখ খুজে নিতে হয়। নিজের হাতে এসে সে ধরা দেয়না। কিন্তু সুখ কোন সোনার হরিনও না যে তাকে পাওয়া অসম্ভব।
কয়েকদিন আগে, খুব মুষড়ে পড়েছিলাম একটা ঘটনা তে। তারপর বাসায় এসে আবার সেই সময় নষ্ট, আবার সেই হতাশা মাখা জীবন, সেই নিজেকে ফেইলিউর মনে করা, কান্না, নিজেকে দুঃখের সাগরে ভাসিয়ে দেয়া, নিজেকে যোগ্য মনে না করা, নিজের উপর রাগ, আরো কতো কি। কিন্তু মানুষের জীবনে খারাপ সময় আসেই, মানুষ মাত্রই ভুল করে। সেই ভুল আবার মানুষি শুধরে নিতে পারে। প্রত্যক মানুষ খুব স্পেসাল। আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা স্পেসাল না হলে নিশ্চয় পাঠাতেননা? মনে রাখতে হবে, খোদা আমাদের ভালবাসেন। আমাদের সুখি দেখতে চান। আমরা চাইলেই কিন্তু সুখটা খুজে নিতে পারি।
আমার ব্লগটা পড়ে দেখলাম, ব্লগের বেশির ভাগ লেখাই লিখেছি প্রচন্ড মন খারাপ নিয়ে। এক বছর ধরে এই মন খারাপ আমার। সুখের সময় যে আসেনি তা না। কিন্তু সুখ নিয়ে লেখা হয়নি। দুঃখ নিয়েই থেকেছি। আজ ঘুম থেকে উঠে হঠাৎ মনে হলো, এইভাবে আর না। আমাকে সুখ খুজে নিতে হবে। তাই ঠিক করেছি, এখন থেকে এই ব্লগে আর লিখবোনা। হ্যা, মাঝে মাঝে সেয়ার করতে খুব ইচ্ছা করে, কিন্তু সেয়ার করলে কি আসলে কষ্ট কমে? না আরো বাড়ে? ঠিক জানিনা। আমার যদি অসম্ভব সেয়ার করতে ইচ্ছা করে, তাহলেই নাহয় লিখব। তাছাড়া আর লিখতে চাইনা মন খারাপের কথা। মন খারাপ মানুষের আশে পাশে যদি সব সময় থাকা হয়, কিংবা মন খারাপ করা জিনিষ যদি সারাক্ষন পড়া হয়, তাহলেও মন খারাপ হয় মানুষের। আর আমি চাইনা, আমার লেখা একজনেরো কিছুটা মন খারাপ করিয়ে দিক। এখন থেকে যদি লিখি, তাহলে ইনশাআল্লাহ শুধু পজেটিভ জিনিষ লিখবো। আর সেটা লিখবো অন্য নতুন ব্লগ থেকে। আমি জীবন নতুন ভাবে শুরু করতে চাই। আপনারা ভাল থাকবেন। আমার জন্য দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৮ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



