
প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ও সরকারের কামড়াকামড়ি।
বেশি কিছু আশা করা ভুল
বুঝলাম আমি এতদিনে
মুক্তি মেলে না সহজে
জড়ালে হৃদয় কোনো ঋণে
এই জগতে এমনও জাতি থাকে
স্বপ্ন দেখতে নেই যাদের
দুঃখের মূল্যতে গেয়ে
কঠিন সত্য নেয় কিনে!!
১৯৭১ সালের পর থেকে আজ পর্যন্ত উপরের গানের কলির মতো বাঙ্গালি জাতি তাদের আশা ভেঙ্গেছে শুধু সুন্দরী প্রেমিকাকে না পাওয়া প্রেমিকের মতো।
বাঙ্গালি জাতি কে নিয়ে খুব বেশি স্বপ্ন আপনি দেখতে পারবেন না। এই জাতির পরিবর্তন খুব কঠিন।
কামড়াকামড়িই এই জাতির নিয়তি। অথর্ব সরকার না পারে সামাল দিতে, না পারে ছেড়ে যেতে।
জাতি তাদের ভালোবেসে বসিয়েছে কিন্তু তারা হট সিটে বসে ঘুমিয়ে গেছে! ছাগল দিয়ে কোন দিন হাল চাষ হয় না।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



