আমি মধ্যবিত্ত পরিবার সন্তান, স্নাতক সম্মান পাস করেছি, এম এ পরছি, সামনে কি করব তা জানিনা,
তবে বাড়ী থেকে টাকা আনতে ও খারাপ লাগে, আবার কিছু একটা যে করব তা অ জানিনা,
হতাশা কাজ করে, লিখা লিখি করি, আজাইরা ও থাকি।
মাঝে মাঝে ভাবী আর হতাশ হই,
এর মাঝে ওয়েব এর কিছু কাজ ও জেনে যাই, তাই কষ্ট করে একটা সাইট খুলি, কিছু করা যায় কি না,
খুললাম ও, সেটা ছিল ক্যাম্পাস খবর ভিত্তিক, কিন্তু টাকা...।
তারপর ও চালাচ্ছি, তবে প্রচার কিভাবে করব, ভাবলাম সামু আছে না,
সামু তে কদিন চালালাম কিন্তু তারা ও রাগ করলো, বলল এই ধরনের কাজ চলবেনা, ব্যান করল,
তাইলে ভাই আমরা কই যাই বলেন ত...
আমার সাইট টা হলঃ এই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




