
মহা আকাশের প্রেম
৪ অক্টোবর ২০১৫
...........................................
"মন মহোনায়
চল হারিয়ে যাই,
অবেলায় সূ্র্য ডুবে যাবে
শান্ত কোন নীল সাগর পাড়ে,
তুমি আর আমি ঔ রাতের চাঁদ
বসে বসে করব আলাপ....
পৃথিবী ছেড়ে ঔ মহা আকাশে
আরো বেশি যাব দুরে
যার নেই সিমানা, নেই ঠিকানা
ইচ্ছের ডানাদিয়ে যাবো অচেনা
তুমি আর আমি, আাকাশের চাঁদ
বসে বসে করব আলাপ....
গ্রহ তারা ছেড়ে ঔ পৃথিবী
মহা আকাশের আজ মোরা অতিথি
গ্রহ থেকে দুরে যাবো আরো নিড়ে
তুমি আর আমি, একলা আকাশ
বসে বসে করব আলাপ....
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


