বেচে আছি
কিন্তু েযকোন সময় মারা যেতে পারি
বেচে আছি
গায়ের উপর দিয়ে চলে যেতে পারে পুলিশের গাড়ি
বেচে আছি
খেতে পারি লগি বৈঠা কিংবা গাজারির বাড়ি
আমি তো শাসক নই
মারিনি পকেট কারো
হালকা শরীর আমার
গড়িনি সম্পদের পাহাড়
ভোট দেইনি যাতে কেউ হারো
তবু কেন তোমরা আমার পেটে লাথি মারো
গনতন্ত্রে আমি কি পাই
দু মুঠ খাবার,থালা তো ফাকা?
আমার বাবার নেই
অঢেল টাকা
জনগেনর নামে গনতন্ত্র চাও
গনতন্ত্রে দিয়ে বল তিরিশ টাকা সের চাল খাও।
গডফাদারে বুটের লাথি টের পাই
এই জন্যই কি তোমরা বল গনতন্ত্র চাই
এখন বুঝি গনতন্ত্র মানে
ক্ষমতা ক্ষমতা ক্ষমতা
তাইতো তোমাদের গনতন্ত্রের জন্য
এমন পরম মমতা
আমরা ভোট চাই না ভাত চাই, গনতন্ত্র চাই না ভাত চাই
আমরা ক্ষমতা দিয়ে নয় কাজ করে ভাত খাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



