অনেক দিন ধরে বইটি খোঁজছি, আজকে পেয়ে গেলাম পিডিএফ ভার্সন । বইয়ের নাম থেকে ধারণা করেছিলাম গুরুমারা বিদ্যা কত প্রকার হতে পারে এবং তা কি কি, সব কিছু জানা যাবে এই বই থেকে ! আর আমাদের সাহিত্য অঙ্গনে তো একটা প্রবাদই আছে, যারে ধরে আহমদ ছফা, তার হয় দফা রফা । তার উপর বইয়ের শুরুটা দেখে রীতিমত ভড়কে গিয়েছিলাম...,
'যদ্যপি আমার গুরু শুঁড়ি বাড়ি যায়,
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়'।
কি জানি, সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যারের কোন পোষ্টমর্টেম রিপোর্ট পাব এই বইয়ে কে জানে ? কিন্তু বইটা পড়া শুরু করে আর থামতে পারিনি, যাকে বলে এক বসাতেই শেষ । আর বইটা যেহেতু বিচিত্র বিষয়ে প্রফেসর আব্দুর রাজ্জাক স্যারের ভাবনা, দর্শন, অভিমত, ব্যাখ্যা-বিশ্লেষন, তাই মাত্র একবার পড়ে এই বই সম্পর্কে কোন মন্তব্য করার মত সাহস আমার নেই । আহমদ ছফা চেষ্টা করেছেন অধ্যাপক আব্দুর রাজ্জাকের মত বিশাল একজন মানুষের জীবন দর্শন এবং ভাবনাগুলো সামনে নিয়ে আসতে । যদিও রাজ্জাক স্যারের ভাবনার সাথে লেখকের নিজস্ব ভাবনাগুলোর প্রকাশের ব্যাপারে ছফা পুরোপুরি নির্মোহ থাকতে পারেননি ।
অধ্যাপক আব্দুর রাজ্জাক ১৯৩৬ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন, আর ছফা উনার সান্নিধ্যে আসেন ১৯৭০ সানের দিকে । আহমদ ছফা ১৯৭০ থেকে ১৯৯৮ পর্যন্ত সময়টাকে বাঁধার চেষ্টা করেছেন এই বইয়ে । অধ্যাপক আব্দুর রাজ্জাক নিজে যেহেতু কিছু লিখে জাননি, তাই আমাদের একটা ব্যাপক প্রত্যাশা থেকেই যায় তাদের উপর, যারা স্যার কে কাছে থেকে দেখেছেন, স্যারের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনায় ব্রত হয়েছেন এবং স্যারের চিন্তা-যুক্তি-দর্শন হৃদয়ঙ্গম করতে পেরেছেন । সেই হিসাবে "যদ্যপি আমার গুরু" আমার প্রত্যাশা পুরোপুরি মেটাতে পারেনি ।
তবুও আমি মনে করি, অধ্যাপক আব্দুর রাজ্জাক অন্বেষণে "যদ্যপি আমার গুরু" বইটি একটি টেক্সট এবং আঁকর গ্রন্থ হিসাবেই সমাদৃত হবে ।
পিডিএফ ভার্সন ডাউনলোড করুন এখান থেকে,
যদ্যপি আমার গুরু- আহমদ ছফা (পিডিএফ)
'যদ্যপি আমার গুরু" / আহমদ ছফা
প্রকাশক- মাওলা ব্রাদার্স
প্রথম প্রকাশ- ফেব্রোয়ারী ১৯৯৮
প্রচ্ছদ- কাই্য়ুম চৌধুরী
লিংক কার্টেসিঃ আমিনুর রহমান জেসন
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




