সবাই ভাবে আছি সুখে কি যে
আগুন আমার বুকে আমি শুধু জানি
এ আগুন নিভাত পারেনা না এক যমুনার পানি।
বিধি হাত দিল পা দিল কান দিল চোখ দিল
মনটা না দিলেই তো ভালোই ছিল
মন যদি দিলই তবে প্রেম কেন কেঁড়ে নিল।
বিরহের যন্ত্রনা কেউ আর জানবেনা
লিখবেনা কেউ আর এই কাহেনি।
এ আগুন নিভাত পারেনা না এক যমুনার পানি।
বিধি আশা দিল ভাষা দিল মেলামেশা তাও দিল
বাশিটা না দিলেই তো ভাল ছিল
বাশি যদি দিলে তবে সুর কেন কেঁড়ে নিল।
প্রতিটি নিস্বাস হৃদয়ের বিস্বাসে অবিরাম গুন্জরে সেই পাষানী।
এ আগুন নিভাত পারেনা না এক যমুনার পানি।
ইতি
তোমার ভালবাসার ভিখারী
মামুন খাঁন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



