উদ্ধত আমার মস্তক,
উদ্ধত আমার চিন্তা।
কালের ভেদে আমার অর্জিত জ্ঞান কত?
মাঝে মাঝে ভেবে অবাক হই,
আমি এতটা সঞ্চয় করলাম!
কত কিছু জানি আমি! কত কি!
আকাশে উড়তে পারি,
পাতালে যেতে পারি।
পৌঁছে গেছি চন্দ্রে,
সাগরের তলে আর ঐ দূর আকাশে।
মুচকি হাসি অজান্তেই দখল
করলো আমার ঠোঁট।
অবচেতনে হৃদয়ের কোনো সেলে
জমা হলো কারো প্রতি অবজ্ঞা।
ভাবতে ভাবতে
এক সময় পৈাঁছালাম অনেক দূর।
দেখি পাহাড়ের কাছে চলে এসেছি।
কি মনে হলো, চোখ চলে গেলো বিশাল পাহাড়ের বুকে,
এরপর আকাশে তারার দেশে।
আমি থমকে দাড়ালাম।
প্রথম বারের মত নিজেকে প্রশ্ন করলাম,
আমি কে?
কতটুকু জানি আমার নিজেকে?
থমকে গেলাম,
এবং প্রথম বারের মত উপলব্ধি করলাম,
কত তুচ্ছ আমি!
কত ক্ষুদ্র আমার জ্ঞান!
কত বোকা আমি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




