মানুষ ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারে না। কারন মানুষ স্বপ্ন দেখে কিন্তু জানে না কি করে সে স্বপ্নকে বাস্তবে নিয়ে আসা যায়। আমার কাছে একটা কারন মনে হয়েছে যে, মানুষ শর্তাধীন প্রানী। সে সাধারণত শর্তে মধ্যে আবদ্ধ এবং এর বাইরে যেতে পারে না। যেমন মানুষের প্রকৃতিই হলো সে এমন কিছু চাইবে যা তার মনের সাথে মিলে। এর ব্যতিক্রম হলে সে সহজে মেনে নিতে চায় না। আবার, মানুষের প্রকৃতিই হলো যে সে তার অস্তিত্ব সম্পর্কে যখন সচেতন হবে, তখনি সে তার অস্তিত্বের কারণ এবং এর ফলাফল সরুপ পরিণতির প্রেক্ষাপট অস্বিকার করতে চাইবে।
কিন্তু ব্যতিক্রম যারা, তারাই সফলতার প্রান্তে উপনীত হয়। তারা নিজেদের তৈরী শর্তকে নিজহাতে ভাঙ্গতে পারে। অস্তিত্বহীন কিছুকে সে খুজে নিতে পারে ঐ সাপেক্ষের অন্য কার্যকারণের মধ্য হতে। অন্যরা যা পায় না, সে তা পায়। কারণ তার দৃষ্টি ভঙ্গী তৈরী হয়েছে শর্তের বাধন হতে মূক্তহয়ে এবং তা তাকে দিয়েছে এমন উপলদ্ধী যা সাধারণ বুদ্ধিমত্তার অধিকারী হতে ভিন্ন।
এদের জন্যই সফলতা। যা অন্যকে নিয়ে যায় বিভ্রান্তির সড়ক ধরে সংশয়ের কাল গুহায়, তাই তাকে নিয়ে যায় পরম বাস্তবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




