"আমাকে জীবন দাও, বিশ্বাসীর পবিত্র জীবন,
কথা ও কাজের মাঝে বিধাতার অমর বিধান
যেন রক্ষা হয়।
সে বিধানসমূহ তো মানুষের হস্তধৃত নয়,
তাদের জন্মের মূলে নেই কোন মানবিক জ্ঞান।
তারা তো মরে না।
নিষ্প্রভ হয়না আলো, নিদ্রাহীন বিস্মরণহীন
জেগে থাকে তাদের অন্তরে এক অব্যয় দেবতা,
সময়ের সাথে যার বয়স বাড়ে না"।
" অহংকার তোলে স্বেচ্ছাচারী মন,
অর্থ আর দম্ভ নিয়ে গর্বিত মানুষ
উঠে যায় উচ্চতম গৌরবচূড়ায়-
তারপর ঘটে তার রূঢ় প্রপতন,
ধ্বংসের অতল গর্ভে সকলি গড়ায়।"
"শিখে নাও জীবনের শেষ অভিজ্ঞান,
এ নশ্বর মানব জীবনে
মানুষ প্রতীক্ষা করে শুধু তার আপন নিয়তি।
জীবিত মানুষকে সুখী কখনো বলোনা
যতক্ষণ কবরের অন্ধকার এসে
না দেয় সবলে টেনে জীবনের যতি-
ততক্ষণ কেউ সুখী নয়"।
---রাজা ঈদিপাস, সফোক্লিস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




