ফেসবুকের নতুন আবিস্কার টাইমলাইন নিয়ে অনেকেরই মাথাব্যাথা। এটা আমাদের জন্য একটা বিরক্তিকর বটে।যখন আমরা লিমিটেড নেট ব্যাবহার করি। কিন্তু উন্নত বিশ্ব কি লিমিটেড নেট এর কথা চিন্তা করেছে? অনেক বড় বড় বিদেশি সাইট ঘেঁটে যা বুঝলাম তার সারমর্ম এমন, টাইমলাইন দিয়ে ফেসবুক তার ব্যাবহারকারীদের নতুন এক অভিজ্ঞতা দিতে চাচ্ছেন। যেটার কিছু কিছু ভালো দিক আমরা ইতি মধ্যে পেয়েছি। আজ এই ফেসবুক টাইমলাইনের আরেকটি সুন্দর জিনিস আপনাদের জানিয়ে দিব। অনেকেই জানেন হয়তো এটা নিয়ে। কিন্তু যারা জানেননা তাদের কাছ থেকে ধন্যবাদ পাব এই আশা করি।:-D
আজ ফেসবুক টাইমলাইন প্রোফাইল কভার ফটো নিয়ে লিখছি। আপনি ভেবে দেখুন এই কভার ফটো টা আপনার সুন্দর একটি ব্যাক্তিত্ব কে ফুটিয়ে তুলবে।
যা অন্য একজন ফেসবুক
ব্যাবহারকারী আপনার প্রোফাইল
দেখলেই মুগ্ধ হয়ে যাবে। অন্যকে মুগ্ধ করার জন্য প্রথমে আপনার
প্রোফাইলে যেটা দেখা যাবে তাই
হচ্ছে টাইমলাইন প্রোফাইল কভার ফটো। আরও বিস্তারিত ছবি সহ দেখতে এখানে দেখুনঃ (http://www.pchelplinebd.com/?p=33428)
ওহ যাওয়ার আগে একটা ছোট টিপস দেই। টাইমলাইন কভার ফটো নিজেই নিজের পছন্দমত বানাতে পারবেন। সাইজ হচ্ছেঃ 850px X 315px সবাই ভালো থাকবেন। লেখাটি ভালো লাগলে জানাবেন।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১২ বিকাল ৩:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



