কোরআনবিরোধী নারীনীতি, ফতোয়াবিরোধী হাইকোর্টের রায় ও ইসলামবিরোধী জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি আহূত ৪ এপ্রিল দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল সফল করার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ ওলামায়ে মাশায়েখরা। তারা বলেন, ৪ এপ্রিল কোরআন রক্ষার হরতাল সফল করা সবার ইমানী দায়িত্ব। সেদিন সকাল থেকেই কাফনের কাপড় পরে কোরআন হাতে প্রতি ইমানদারকে রাজপথে নেমে আসতে হবে।
যারা যৌথ বিবৃতি দিয়েছেন তারা হলেন, আল্লামা মুফতি আবদুুর রহমান, মহাপরিচালক ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, মাওলানা মুহিউদ্দীন খান, নির্বাহী সভাপতি জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, আল্লামা সুলতান যওক নদভী, মহাপরিচালক, দারুল মাআরিফ চট্টগ্রাম, আল্লামা আবদুুল হালিম বুখারি, মহাপরিচালক, আল জমিয়তুল ইসলামিয়া পটিয়া, আল্লামা শামছুল আলম, শায়খুল হাদিস হাটহাজারী মাদ্রাসা, মাওলানা গিয়াস উদ্দীন, পীর সাহেব বালিয়া, মাওলানা তাফাজ্জুল হক, মহাপরিচালক উমেদনগর মাদ্রাসা, মাওলানা শায়খ আবদুুল মুমিন, সভাপতি জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, মহাপরিচালক বাবু নগর মাদ্রাসা, চট্টগ্রাম, মাওলানা মুহাম্মদ ইসহাক, আমির খেলাফত মজলিস, মাওলানা আবদুুর রকীব, সভাপতি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, আল্লামা তৈয়্যেব শাহ, মহাপরিচালক জিরি মাদ্রাসা, চট্টগ্রাম, মুফতি হাবিবুর রহমান, মাওলানা হারুন চৌধুরী হিলি দিনাজপুর, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, প্রিন্সিপাল মদিনাতুল উলমু মাদ্রাসা, যশোর, ইসলামী আইন সংরক্ষণ কমিটির আহ্বায়ক মুফতি শহীদুল ইসলাম, বাংলাদেশ ফরায়েজী জামাআতের সভাপতি মাওলানা মুঈনুদ্দীন আহমদ যোবায়ের মিয়া, বৃহত্তর মোমেনশাহীর ইত্তেফাকুল ওলামার সভাপতি মাওলানা আবদুুর রহমান হাফেজ্জী, হবিগঞ্জ নূরে মদীনা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুুল লতিফ নেজামী, হাটাহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবু নগরী, সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মিরপুর আরজাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মস্তোফা আজাদ, জামিয়া ইউনুসিয়া বি-বাড়িয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোবারক উল্লাহ, বাংলাদেশ ফরায়েজি জামাআতের মহাসচিব মাওলানা আবদুুল্লাহ মুহাম্মদ হাসান, মুন্সীগঞ্জের মধুপুরের পীর মাওলানা আবদুুল হামিদ, ফরিদপুর খাবাসপুর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবদুুল কাদের, জামিয়া মুহাম্মদিয়ার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আজিজুল্লাহ, নোয়াখালী, বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টারের সহকারী মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, খুলনা দারুল উলুমের প্রিন্সিপাল মাওলানা রফিকুর রহমান, নিরালা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি গোলাম রহমান, মাওলানা আবদুুল হক হক্কানী, প্রিন্সিপাল বগুড়া জামিল মাদ্রাসা, গালুয়ার পীর মাওলানা আবদুুল হক, যশোর রেল স্টেশন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আনোয়ারুল করীম, চট্টগ্রাম হাইলধর মাদ্রাসার পরিচালক আল্লামা আবদুুল মালিক হালিম, নানুপুরের মাওলানা সালাহ উদ্দীন, আজাদী বাজারের মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা ক্বারী আতাউল্লাহ, সাহেবজাদা হজরত হাফেজ্জী হুজুর (রহ.), মাওলানা হাম্মাদ সাদী, খতিব কালীগঞ্জ বড় মসজিদ, কেরানীগঞ্জ প্রমুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




