সামু তে অনেক দিন পোস্ট দেওয়া হয় না।আজকে মাথায় একটা কুবুদ্ধি আসলো যে ঠিক রাত ১১.৫৯ মিনিটে একটা পোস্ট দিমু ।আমি মনে করি যারা বাংলাদেশে থাকেন সবাই এই সময়টা বিজি থাকবেন শুভেচ্ছা বিনিময়ে।আর সেই সুযোগটাই আমি নেবো।
উদ্দেশ্য একটা রেকর্ড নিজের নামে করা।আর সেটা হলো হয় সামু র ২০১১ সালের শেষ পোস্ট আমার হবে না হলে ২০১২ সালের প্রথম পোস্ট হবে আমার।জানি না সফল হতে পারবো কিনা বাট চেস্টা করতে তো দোষ নাই।
আশা করবো আমার মতো কুবুদ্ধি নিয়া যেনো অন্য কেউ বসে না থাকে ঠিক ঐ সময়টায়
সবার পোস্টে গিয়া শুভেচ্ছা জানানো একটু কঠিন ।সামুর সকল ব্লগার ভাইবোনদের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
চিয়ার্স টু অল
বাড়তি একটা উপহার জেনিফার লোপেজের ওয়েটিং ফর টুনাইট।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১২ ভোর ৪:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




