
বাংলাদেশের বান্দরবানের গহীনে লুকিয়ে থাকা এক বিস্ময়কর স্থান ‘দেবতাখুম’। যেখানে পাথুরে দেয়ালের ফাঁক গলে বয়ে চলে শান্ত নদী, আর সূর্যের আলোও যেন হারিয়ে যায় নিরবতার মাঝে। এই ভ্রমণে আমি গিয়েছি দেবতাখুমের অদেখা সৌন্দর্যের মাঝে। দেখেছি শীলবান্ধা ঝর্ণা এবং এমন একটি গোপন ঝর্ণা, যেখানে আগে কোনো পর্যটক পা রাখেনি!
আমার দেবতাখুমের ভিডিওতে পাবেন পুরো ট্রিপের রুট প্ল্যান, কোথায় থাকবেন, কী খাবেন, অনুমতি ও গাইডসহ সব দরকারি তথ্য এবং আনুমানিক খরচ। এছাড়াও থাকছে ট্রলারে রোমাঞ্চকর যাত্রা, পাহাড়ি পথের চ্যালেঞ্জ, এবং এক অনন্য প্রকৃতি অভিজ্ঞতা।
আপনি যদি ভ্রমণপ্রেমী হন এবং প্রকৃতির রোমাঞ্চকর গল্প ভালোবাসেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। নিচের ভিডিওটি দেখুন, উপভোগ করুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না!
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২৫ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


