আমি গত দু’মাস হলো MobiData EDGE Modem (Ziro CD-ROM) ইউজ করছি। এতে স্পিড পাচ্ছি 5-15kpbs. এদিকে প্রায় মাস-খানেক হলো আমার এক বন্ধু একই মডেলের MobiData EDGE Modem (With CD) ইউজ করছে, সে স্পিড পায় 28-32kkpbs. এর কারন বুজতে পারছিনা!
আপনাদের মাঝে যদি কেউ EDGE Modem ইউজ করেন অথবা এ সম্পর্কে জানেন, তাহলে প্লিজ বলুন কেন এই সমস্যা হচ্ছে?
দৃষ্টি আকর্ষনঃ
• আমারটা আপডেট ভার্সন, অথচ ওরটা ওল্ড ভার্সন!
• দু’জন একই এলাকায়, একই নেটওয়ার্ক ইউজ করি!
• আপনারা (যেকোন মডেম ইউজকারী) কত স্পিড পান?
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




