গত ১৫ বছর ধরে দেশে মহাধুমধামে জাতীয় শোক দিবস হিসেবে ১৫ই অগাস্ট পালিত হয়ে এসেছে। বিরিয়ানি, খিচুড়ি ইত্যাদি বিতরণের পাশাপাশি কোথাও কোথাও চলেছে সংগীতানুষ্ঠান, ডিজে পার্টি সব। তেলবাজির কারনে কেউ শিয়া কায়দায় "হায় মুজিব" "হায় মুজিব" বলতে বলতে নিজের পিঠে আঘাত করেছে। মহররমের মতন গোটা অগাস্ট মাসকেই জাতীয় শোকের মাস হিসেবে ঘোষণা করেছে অনেকে। কিন্তু সবই হয়েছে উপরে উপরে। ভিতরটা ছিল ফাঁকা।
তাই আমরা দেখি বঙ্গবন্ধুর আদর্শের সাথে সবচেয়ে বড় বেইমানিটা করা দলটা উনারই নিজের দল আওয়ামীলীগ।
উনার নিজ হাতে গড়া দল ছাত্রলীগ প্রকাশ্যে গুন্ডামি করেছে, খুন করেছে, চাঁদাবাজি করেছে, ক্যাম্পাসে গণধর্ষণ করেছে, ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছে - তারপরে মঞ্চের ভাষণে ঐ নেতারাই দাবি করেছে "আমরা বুকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করি" "নেতা মোদের শেখ মুজিব!"
উনার নিজের কন্যা গত ১৫ বছরে হয়ে উঠেছিলেন ফ্যাসিবাদের আদর্শ উদাহরণ। দমন, নিপীড়ন, গুম, আয়নাঘর, দুর্নীতি, বিদেশে অর্থপাচার, শেয়ারবাজার কেলেঙ্কারি, প্ৰশ্নফাঁস, বিতর্কিত শিক্ষানীতি ইত্যাদি কোন সেকশন বাদ দিয়ে কোনটার কথা বলবেন? কোনটাই নিয়ন্ত্রণ করতে পারেননি, উল্টো তাঁরই কাছের লোকজন ফুলেফেঁপে একাকার হয়েছে। আজকে লোকে উনাকে হিটলার, মুসোলিনির সাথে তুলনা করে, রক্তখেকো ডাইনি, কোল্ডব্লাডেড সাইকো কিলার হিসেবে চেনে। যে মহিলা একটা লোককে খুন করে ওরই নাবালিকা কন্যাকে সাধু সেজে সান্তনা দেয়, ওকে কি বলবেন আপনি?
ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানোর হুকুমওতো তার থেকেই এসেছে, নাকি? নাহলে আইজিপির এত সাহস হতো? পুলিশ কর্তৃক পাখির মতন মানুষ হত্যার ভিডিও ভাইরাল হয়েছে। ওটা ছিল কেবলই কয়েক মিনিটের একটি ক্লিপ। তাহলে চিন্তা করেন যেগুলো ভিডিওতে ধারণ হয়নি, ঘন্টার পর ঘন্টা ধরে কি চলেছে!
মুজিব কোট পরে, মুজিবের ছবি টাঙিয়ে একেকজন নেতা কোটি কোটি টাকার দুর্নীতি করে গেছে - উনার সাথে বেঈমানিটা তাহলে কে করেছে?
পনেরো অগাস্ট বিশাল আয়োজনের মধ্যদিয়ে "শোক পালন" করে সেই মুজিবকে বিক্রি করেই একেকজন নিজেদের আখের গুছিয়েছে। সবই উপরে উপরে।
মানুষ প্রশ্ন করছে, কিভাবে কেউ মুজিবের বাড়িতে আগুন দিতে পারে? কিভাবে তাঁর ছবির উপর পেশাব করতে পারে? কিভাবে তাঁর মূর্তি ভেঙে উল্লাস করতে পারে? প্রশ্নগুলো আওয়ামীলীগকে করেন, ওরা কি এবং কেন করেছে যে দেশের লোকে আজ বঙ্গবন্ধুকেও ছাড়ছে না?
"১৫ অগাস্ট" আনুষ্ঠানিকতায় বন্দি না রেখে হৃদয়ঙ্গম করেছিল কয়জন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



