আরে মিয়া, বিশেষ কিসু হইসে। সু - খবর! আমরা, মানে নগর বালক এখন আজকে টপ ১০০ তে ডুকলো বাংলাদেশে। প্ল্যান ছিলো এই রকমই। এখন জিনিষটা শখের। শখে ১০০ তে ডুকবো, যখন এটা নিয়ে পড়াশুনা করবো তখন টপ ১০ এ ডুকবো। যখন প্রোফেশনাল্লী করবো তখন টপ এ থাকবো। কোন থার্ডপার্টি ঝামেলা না করলেই হইলো।
র্যাঙ্ক নিয়া বিস্তারিত দেখেন এই খানে ...
(আমি সত্যিই দূঃক্ষিত। গত কয়েকটা পোস্টে নগর বালক ছাড়া কিছুই লিখা নাই। এক রকমের পাবলিসিটি হইতেসে। কিন্তু আমার সামু তে পোস্ট করলে হইতেসেই না খবরটা।)
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




