টাইমই পাই না! আর কারেন্টও থাকে না। লিখতে গিয়া ও লিখা হয় না। আচ্ছা আর ফাউ প্যাচাল না পাড়ি, মেইন কথা হইলো আমি খুব খুশির আর খুব দুঃক্ষের খবর সামুতে পোস্ট না করে থাকতে পারি না। লাইফে অনেক দুঃক্ষে আসি, লিখে শেষ করা যাবে না। ঐ গুলান বাদ দি। খুশির কথা লিখি।
আজকে যারা কালের কন্ঠ পড়সেন তারা তো ফিচার পাতায় নগর বালক নিয়ে ভালো একটা ফিচার দেখসেন মনে হয়, আর যারা দেখেন নাই তাদের জন্য লিংক দিয়ে দিলাম। (http://bit.ly/bvKolM)
মেইন পেপারে একটা ছবি ও আসে আমার। এমন গরু চোর লাগতেসে... যা একটু চান্স ছিলো সব শেষ
২য় আপডেটটাও খুশির! ১ তারিখ জীবনে প্রথমবারের মত দেশের বাইরে যাচ্ছি। তাও আবার বাংলাদেশ সরকারের টাকায়
এই হইলো আমার আপাতত প্রকাশ করিবার মত লাইফ আপডেট। আপনাদের খবর কি? কেমন যাচ্ছে দিনকাল?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


