তুমিতো জাগবে যেভাবে
উদ্ভিন্নের মতন, দুটি পাতা
সর্বস্ব নিরবতা হয়ে থাকে,
তুমি তো জাগবে যেভাবে
বৃক্ষের অভ্যন্তর হতে গভীরতা।
ওভাবে রিয়্যাক্ট করা, তেমন
শালিকের মত ঘাড় তুলে রোদলা
উষ্ণতা এনে ঠোঁটে আর ঘামে,
তুমি কি জাগবে ওভাবে সরবে।
তুমিতো জাগবে নিরবে তোমার
বুকের শেকড়ে নেবে জোছনা-কুচি,
তুমিতো জাগবে যেভাবে মৃত্যু
জোনাকীর নিরবতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



