চুল খোলা রেখো তুমি,
ওটি একটি সূচীপত্রের মতন
মহাকালের পাঠ নেবো এসো
এসো আবৃত্তি শেনাবো- ইচ্ছে যতক্ষণ।
শুধু তুমি চুল খোলা রেখো,
বাঁধা চুলে ঘূর্ণি ঘনায়ে আসে
বাকী সব তোমার স্বাধীনতায়;
আমার ভাবনা ছাড়ো- ঠিক আসবো সন্ত্রাসে।
পঠন-পাঠনে আদিম মনন লাগে,
তোমার পছন্দে থাক- পরো অধুনা উত্তরীয়
আমার আজকাল উদ্ভ্রান্তের দিন
পাঠ দেবে এসো, আমায় একটি সূচীপত্র দিও।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৬:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



