তোমাকে পুরোটা জানবো না, তবুও
আঙ্গুল ছুলেঁই প্রেম মাত্র হয়না মরিয়ম বেগম
শহরের ধুলোর ভেতর পরিচ্ছন্ন চুল ওড়াবে
ইউক্যালিপটাস ছায়ার ভেতর জোছনা পোড়াতে
সময় দিতে হবে; তবুও
তোমাকে পুরোটা জানবো না
কিছুটা অনেতিহাস থেকে যাবে
মানুষের জানা ইতিহাসে সমস্ত আঁটেনা সহজে
তো অনেতিহাস বলে কিছু তাই নেই, শুধু
ইতিবৃত্তের পুরোভাগ কিছুতেই পাবোনা মেনে নেবো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



