এমন ভদ্রদিনে লোকেরা কি করে পলাতক হয় বুঝিনা,
অন্যরা স্বাস্থ্য সচেতনতার কথা বলে বারবিকিউতে বন্ধী,
এসবে আমার মৌনতা নিয়ে শব্দবালকেরা কেবলি বিমূর্ত হতে থাকে
তবুও শঙ্খসমুদ্রধ্বনি আর অরণ্যের দিনরাত্রি নিয়ে
বহুদিন এইসবেরও রচনা হয়েছে পাখিনীড় কারুকার্য
এখন প্রতিটি পলকের তারিখ টুকে রাখছি, তাই সতর্ক থেকো;
বুকসেলফের ধ্বনি প্রতিধ্বনির রচনা
আর বিবিধ পঙতিমালার দিগন্তরেখা ধরে
তোমার চোখের উদয়াস্ত হয়। সকলে বিমূঢ় হবে জেনে
এমন জলমহালকেই পর্যটন বেলাভূমি করেছি; বাতিঘরই
এই শহরে সকলে জানে কেবল একটি বইয়ের দোকান
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




