
সাইকেল থেকে পড়ে পরদেশ জার্মানির কোলন শহরের এক হাসপাতালে শুয়ে আছি। পুরো একা নই, পাশে আছেন বয়স্ক এক জার্মান ভদ্রলোক, যিনি ঠিকঠাক হাঁটতে পারেন না। ভিজিটিং আওয়ারে বন্ধু-বান্ধবীরা দেখা করতে এসেছিল। এখন পাশের ভদ্রলোক ঘুমুচ্ছেন, আর আমি বসে বসে লেখছি। যেটা নিয়ে এসেছি, সেই শরীর আর মায়ের ভাষা, যা কোনদিন পরিবর্তিত হয় না। তাই আপনাদেরকে লেখছি, জেগে থাকলে কথা বলা যাবে ক্ষণ। এখন জার্মানিতে রাত আটটা বেজে বিশ মিনিট, বাংলাদেশে বারোটা বেজে বিশ। আমার বাড়ি পদ্মা নদী থেকে একটু দূরে, পদ্মায় বুঝি এখন ঘোর লাগানো বাতাস বাতাস বইছে? আমি ঠিক জানি না।
গতকাল আমার প্রথম সার্জারি হয়েছে, দু'একদিন পরে আবার। ফেসবুকে লেখিনি কিছু, ব্লগে লেখছি। আমি চাই না আমার মা দুশ্চিন্তায় নির্ঘুম থাকুক। আপনারা চাইলে এই অপরিচিতকে মানুষটিকে লেখতে পারেন। শুভরাত্রি।
বি:দ্র: ব্লগের নিয়মশৃঙ্খলার সাথে লেখাটি যাচ্ছে কি-না জানি না, তবুও লেখছি। প্রয়োজনে মডারেটর ডিলিট করে দিতে পারেন।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




