
সবকিছু ঠিক হয়ে যাবে;
সবকিছু ঠিক হয়ে যাবে তা-ই ঘাতকের সাথে লাশের জরুরি সাক্ষাৎ।
বৈঠকে খুনের বিবরণ, স্টেনগানের ব্যবহার:
আমরা শিখবো কীভাবে গুড়িয়ে দিতে হয় চিতিয়ে দেওয়া বুক-
বিপ্লবী হয়ে উঠা মাথার খুলির ভেতরে থাকা অবাধ্য মস্তিষ্ক।
সবকিছু ঠিক হয়ে যাবে।
ঠিক হয়ে যাবে মিরপুরে ঠায় দাঁড়িয়ে থাকা স্টেশন,
রেইলাইনে ভেঙে যাওয়া ইস্পাত, টুকরো হয়ে যাওয়া কাঁচ ও কম্পিউটার।
ঘাতকের চোখে চোখ রেখে আগামীকাল:
খুন হওয়া সাঈদের লাশের সাক্ষাৎ।
কবিতা, ঘাতকের সাথে খুন হয়ে যাওয়া লাশের সাক্ষাৎ
প্রেক্ষাপট: আসছে আগামীকাল ঢাকায় শেখ হাসিনার সাথে শহীদ সাঈদের পরিবারের সাক্ষাতের আয়োজন করা হয়েছে, খুব মনোযোগে প্রচারিত হবে সংবাদ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২৪ দুপুর ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



