শান্তি খুঁজতে গিয়ে খুজে আনি আগুন
যা জ্বালিয়ে যায় আমার সব নীরবতা
প্রেম খুঁজতে গিয়ে খুজে আনি সর্পিল এক গ্রন্থি
যা আঙ্গুল তুলে আমার তুচ্ছতার দিকে
তবে কি! শুধু অসহায় হয়ে বসে থাকা
অথবা নিভিয়ে ফেলা সমস্ত আগুন
কিংবা পালিয়ে যাওয়া গহীন বনে
আরো আরো গহীনে।
কিন্তু বৃক্ষ কি পাঠাবে না সংকেত কোনো
অন্য বৃক্ষের কাছে, তাদের শত্রুর প্রতি
না, সবাই পারেনা সবকিছু
নেকড়েদের ভেতর বসে থাকি
নেকড়ের পোশাক পরে
ভেতরে ফুটে থাকে তরতাজা হাস্নাহেনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



