সকালে বাসা থেকে বের হবার আগে আমি জিপার লাগাইনাই। বউদিও বলে নাই। থুক্কু বউদি তো আমার আগেই বাইর হইয়া গেসে। সে মেজরের বউ ইকটা ইসকুলে পড়ায়। কাজের মাইয়াডাও বলে নাই। হে মনে হয় মনে করসে সাব একটা পাগলা টাইপ, কবিতা লেখে বই লইয়া পইড়া থাকে। হে তো জিপার না লাগাইতেই পারে। ক্যন্টেনম্যন্ট থেকে প্রথম আলো পর্যন্ত আইলাম। অইখানে আমার এক লোক থাকে যারে আদা পেয়ার করি। প্রথম আলোর রিসিপসানে বসে থাকা সুন্দরী মাইয়াডা কয় হে আসে নাই। আপনি বসেন। আমি তার সামনে রাখা রুগ্ন চেয়ারটায় বসলাম। হেয় দেখি মুচকি মুচকি হাসে। আমি ভ্যবাচ্যাকা খাই। এই মাইয়া আমার লগে কি রঙ্গ করবার চায়নি। আমি ও হাসি ইকটু চ্যপলিনের লাহান। হে ও হাসে আমিও হাসি। হে আবার হাসে হাসতে হাসতে টেবিলের নীচের দিকে নুইয়ে পড়ে। আমি নিজের দিকে থাকাই দেখি জিপার খোলা। হাত পা ঠান্টা হইলেও আমি পরাজিত হবার লোক না। জিপার টেনে দেই। তারে জিগাই আপনাদের টয়লেট কই। হে দেখাই দেয়। আমি টয়লেটে গিয়া স্বাভাবিক হইয়া আসি।
কুত্তার বাচ্চার দিনলিপি-3
বাংলাদেশের রাজনীতিতে নতুন ছায়াযুদ্ধ: R থেকে MIT—কুয়াশার ভেতর নতুন ক্ষমতার সমীকরণ
বাংলাদেশের রাজনীতিতে নতুন ছায়াযুদ্ধ: R থেকে MIT—কুয়াশার ভেতর নতুন ক্ষমতার সমীকরণ
কেন বিএনপি–জামায়াত–তুরস্ক প্রসঙ্গ এখন এত তপ্ত?
বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি পরিচিত ভয়–সংস্কৃতি কাজ করেছে—
“র”—ভারতের গোয়েন্দা সংস্থা নিয়ে রাজনীতিতে গুজব,... ...বাকিটুকু পড়ুন
মুহূর্ত কথাঃ সময়

সামুতে সবসময় দেখেছি, কেমন জানি ভালো ব্লগাররা ধীরে ধীরে হারিয়ে যায়! যারা নিয়মিত লেখে, তাদের মধ্যে কেউ কেউ প্রচণ্ড নেগেটিভ স্বভাবের মানুষ। অন্যকে ক্রমাগত খোঁচাচ্ছে, গারবেজ গারবেজ বলে মুখে... ...বাকিটুকু পড়ুন
নিশ্চিত থাকেন জামায়েত ইসলাম এবার সরকার গঠন করবে

আমাদের বুঝ হওয়ার পর থেকেই শুনে এসেছি জামায়েত ইসলাম,রাজাকার আলবদর ছিল,এবং সেই সূত্র ধরে বিগত সরকারদের আমলে
জামায়েত ইসলামের উপরে নানান ধরনের বিচার কার্য এমন কি জামায়েতের অনেক নেতা... ...বাকিটুকু পড়ুন
প্রকৌশলী এবং অসততা
যখন নব্বইয়ের দশকে ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত নিলাম এবং পছন্দ করলাম পুরকৌশল, তখন পরিচিত অপরিচিত অনেকেই অনেকরকম জ্ঞান দিলেন। জানেন তো, বাঙালির ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারিতে পিএইচডি করা আছে। জেনারেল পিএইচডি। সবাই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।